নিউজ ডেস্ক : ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়ন পরিষদের সদস্য আকমল হোসেনকে (৫০) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কুশোবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এমদাদুল হক জানান, ফুরসুন্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল মালেক ও সাবেক চেয়ারম্যান শহিদ শিকদারের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মালেক চেয়াম্যান গ্রুপের ইউপি সদস্য আকমাল হোসেন কুশোবাড়িয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৯ টার দিকে পথিমধ্যে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়।
এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে এবং লাটিপেটা করে তার হাত-পা ভেঙে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।
Be the first to comment on "ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে জখম"