নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকো যাওয়ার পথে ফ্লাইটে যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ এনেছেন ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বোন রান্ডি জাকারবার্গ।
গত ২৯ নভেম্বর আলাস্কা এয়ারলাইনসের একটি ফ্লাইটে মেক্সিকোর মাজাতলান যাওয়ার পথে পাশে বসা যাত্রী তার উদ্দেশে যৌন ইঙ্গিতপূর্ণ আপত্তিকর মন্তব্য করে যাচ্ছিলেন বলে অভিযোগ তার।
সহযাত্রীর এমন আচরণ নিয়ে বিমানকর্মীদের দৃষ্টি আকর্ষণ করলেও বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে নেয়নি বলে সিয়াটলভিত্তিক ওই উড়োজাহাজ কোম্পানির কাছে লিখিত অভিযোগও দিয়েছেন রান্ডি।
অভিযোগের একটি কপি নিজের ফেইসবুক পোস্টে তুলে দিয়ে তিনি লেখেন, “আলাস্কা এয়ারলাইনসের ফ্লাইটে পাশে বসা যাত্রীর বারবার বলে যাওয়া কুরুচিপূর্ণ, আপত্তিকর ও যৌন হয়রানিমূলক মন্তব্যের পর ক্রুদ্ধ, বিরক্ত ও অপমানিত বোধ করছি।”
যৌন হয়রানির অভিযোগ এনে ফেইসবুক পাতায় রান্ডি জাকারবার্গের পোস্ট যৌন হয়রানির অভিযোগ এনে ফেইসবুক পাতায় রান্ডি জাকারবার্গের পোস্ট রান্ডি লিখেছেন, ওই ফ্লাইটে তার সঙ্গী সহকর্মী ঘটনাটি ফ্লাইট অ্যাটেনডেন্টদের জানানোর পরও কোনো ব্যবস্থা না নিয়ে ওই যাত্রীকে অ্যালকোহলিক পানীয় পরিবেশন করে যাচ্ছিল।
জাকারবার্গ মিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রান্ডি ফেইসবুক পোস্টে বলেন, “লোকটি তাদের নিয়মিত যাত্রী বলে আমাকে জানিয়ে তারা তার সমস্ত আপত্তিকর আচরণকে ‘ওহ, তার মুখের কোনো লাগাম নেই’ বলে উড়িয়ে দেয়। লোকটিকে আরও পানীয় ঢেলে দিয়ে (তার মন্তব্যে) অস্বস্তি হলে আমি যেন বিমানের শেষ প্রান্তে গিয়ে বসি, সে পরামর্শও তারা আমাকে দেয়।”
ফ্লাইট অ্যাটেনডেন্টদের এমন আচরণে বিরক্ত রান্ডি বিমান কোম্পানিটির ব্যাপারে লেখেন, “আমরা এমন ব্যবসা সমর্থন করতে পারি না যা অন্যায়ভাবে এ ধরনের আচরণকে অনুমোদন করে এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্যের চেয়ে উত্ত্যক্তকারীর টাকার মূল্যায়ন বেশি করে।”
অভিযোগের বিষয়টি আলাস্কা এয়ারলাইনস গুরুত্বের সঙ্গে নিয়েছে বিমান কোম্পানিটির দুই কর্মকর্তারা তাকে ফোন জানানোর পর ওই পোস্টে আপডেট দিয়ে তাদের ধন্যবাদ দেন জাকারবার্গের বোন।
পোস্ট আপডেট করে রান্ডি জানান, অভিযুক্ত যাত্রীর ভ্রমণ সুবিধা সাময়িকভাবে স্থগিত করে আলাস্কা এয়ারলাইনসের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে ওই দুই কর্মকর্তা তাকে ফোন করে জানিয়েছেন।
প্রথমেই ব্যবস্থা নিলে যেখানে এমন ঘটনা নাও ঘটতে পারত, সেখানে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়ায় কোম্পানিটিকে ধন্যবাদ জানান তিনি।
Be the first to comment on "জাকারবার্গের বোনকে বিমানে ‘যৌন হয়রানি’"