কুমিল্লার লক্ষ্য ৯৮

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : বিপিএলের ৩৫তম ম্যাচে শনিবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। টস হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি রংপুর। তরুণ মেহেদী হাসান ও সাইফুদ্দিনের বোলিং তোপে মাত্র ৯৭ রানে অলআউট হয়েছে রংপুর। জয়ের জন্য কুমিল্লাকে করতে হবে ৯৮ রান।

রংপুরের ১০ উইকেটের ৭টিই নিয়েছেন মেহেদী ও সাইফুদ্দিন। ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন মেহেদী হাসান। আর সাইফুদ্দিন ৩ ওভার বল করে ২২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন হাসান আলী ও আল-আমিন হোসেন।

ব্যাট হাতে রংপুর রাইডার্সের ব্রেন্ডান ম্যাককালাম সর্বোচ্চ ২৪ রান করেন। ৩১ বল খেলে ২ চার ও ১ ছক্কায় এই রান করেন তিনি। ১৭ রান করেন মোহাম্মদ মিথুন। ১২টি রান আসে সোহাগ গাজীর ব্যাট থেকে। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

ম্যাচ শুরু হওয়ার আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই দল এক মিনিট নিরাবতা পালন করে।

Be the first to comment on "কুমিল্লার লক্ষ্য ৯৮"

Leave a comment

Your email address will not be published.




sixteen + 11 =