সোনাগাজীতে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত গুলিবিদ্ধ

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ফেনীর সোনাগাজীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা ডাকাত সদস্য বলে জানিয়েছে পুলিশ। বুধবার ভোরে সফরপুর গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশ বলছে, এসময় পুলিশের সহকারী উপ-পরিদর্শকসহ পাঁচ সদস্য আহত হয়েছেন। ডাকাতদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, রাতে সফরপুর গ্রামে পুলিশের টহল দলকে লক্ষ্য করে গুলি করে ডাকাত দল। পুলিশ পাল্টা গুলি করলে দুজন গুলিবিদ্ধ হন। তাদের আটক করে সোনাগাজী হাসপাতালে ভর্তি করা হয়। আটকদের কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

আটকরা হলেন, দাগনভুঞা উপজেলার সেকান্তরপুর গ্রামের নুরুল আমিনের ছেলে নুরুল হুদা ও ফেনী সদর উপজেলার দৌলতপুর গ্রামের মো. ইলিয়াছের ছেলে নজরুল ইসলাম স্বপন।

Be the first to comment on "সোনাগাজীতে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত গুলিবিদ্ধ"

Leave a comment

Your email address will not be published.




two × 3 =