নিউজ ডেস্ক : সাতক্ষীরা সীমান্তে ৭টি স্বর্ণের বারসহ মফিজুল ইসলাম নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার সকালে সদর উপজেলার বৈকারী সীমান্তের বলদঘাটা সীমান্ত থেকে তাকে স্বর্ণের বারসহ আটক করা হয়। আটক মফিজুল ইসলাম বৈকারী গ্রামের রমজান আলীর ছেলে।
সাতক্ষীরা-৩৮ বিজিবির তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শামসুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বলদঘাটা এলাকায় অভিযান চালিয়ে মফিজুল ইসলামকে আটক করা হয়। তার শরীরে তল্লাশি চালিয়ে সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের প্রচেষ্টার কথা স্বীকার করেছে।
Be the first to comment on "সাতক্ষীরায় স্বর্ণের বারসহ আটক ১"