নিউজ ডেস্ক : যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ৩২ হাজার ৫শ আমেরিকান ডলারসহ একজনকে আটক করেছে বিজিবি। বুধবার সকালে বেনাপোল আইসিডি প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আওলাদ হোসেন (৩৯) ঢাকার কেরানিগঞ্জ থানার বালুচর গ্রামের আব্দুল করিমের ছেলে।
যশোরের-৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি টহল দল বেনাপোল আইসিপি প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে আওলাদ হোসেনকে আটক করে। পরে তার কাছ থেকে ৩২ হাজার ৫শ আমেরিকান ডলার ও ১০ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এই মুদ্রার আনুমানিক মূল্য ২৭ লাখ ৭ হাজার ৫শ টাকা। আটক আসামি ও মুদ্রা বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
Be the first to comment on "বেনাপোলে আমেরিকান ডলারসহ আটক ১"