কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন গেলেন ফখরুল

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে দেশটির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুর আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের ইস্টার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে বেইজিংয়ের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিবিদরা এ সেমিনারে অংশ নেবেন। আগামী ৩০ নভেম্বর শুরু হয়ে ওই আন্তর্জাতিক সেমিনার চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত।

শায়রুল জানান, মির্জা ফখরুলের সফরসঙ্গী হিসেবে সাংবাদিক মাহফুজউল্লাহ ও আইনজীবী আসাদুজ্জামান রয়েছেন। সেমিনার শেষে আগামী ৪ ডিসেম্বর মির্জা ফখরুল দেশে ফিরে আসবেন।

Be the first to comment on "কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন গেলেন ফখরুল"

Leave a comment

Your email address will not be published.




2 + five =