নিউজ ডেস্ক : যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তির মামলার আপিলের শুনানি চলছিল নেদারল্যান্ডের শহর হেগের একটি আদালতে। শুনানির পর রায় ঘোষণার সময় বিষপান করেন অভিযুক্ত।
স্লোবোদান প্রালজ্যাক বসনিয়ার সাবেক তুখোড় ছয়জন রাজনীতিবিদ ও সেনাবাহিনীর নেতাদের অন্যতম ছিলেন। যুদ্ধাপরাধের দায়ে ২০১৩ সালে তার ২০ বছরের কারাদণ্ড হয়।
শুনানির পর তার কারাদণ্ড বহাল রাখার রায় ঘোষণা করা হলে বিচারককে উদ্দেশ্য করে স্লোবোদান বলেন, আমি বিষ খাচ্ছি।
এরপর দাঁড়িয়ে যান স্লোবোদান এবং মুখের দিকে হাত উঁচিয়ে ধরে ছোট গ্লাসে করে কিছু একটা মুখে ঢেলে দেন। সঙ্গে সঙ্গে তার আইনজীবী বিচারককে জানান, স্লোবোদান বিষ খেয়েছেন।
সঙ্গে সঙ্গে আদালত মুলতবি ঘোষণা করেন বিচারক। হেগে শহর থেকে বিবিসির আন্না হলিগান জানান, স্লোবোদানকে বিষের গ্লাস রেখে দেয়ার জন্য বলেছেন বিচারক। অন্যদিকে কেউ একজন অ্যাম্বুলেন্স নিয়ে আসার কথা বলছিলেন।
তবে শেষাবধি স্লোবোদানের ঠিক কী ঘটেছে তা এখনও জানা যায়নি।
সূত্র : বিবিসি
Be the first to comment on "আদালতে রায় শুনে যুদ্ধাপরাধীর বিষপান"