বিচারপতি নিয়োগ ছাড়া রিভিউ করে লাভ হবে না : অ্যাটর্নি জেনারেল

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি নিয়োগ না দেয়া পর্যন্ত ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ করে কোনো লাভ হবে না বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মঙ্গলবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ অভিমত ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, ‘রিভিউ এখন ফাইল করলে তো লাভ হবে না। মূল আবেদনটি শুনেছিলেন সাতজন বিচারপতি। এখন আমাদের বিচারকের সংখ্যা পাঁচ। রিভিউয়ের নরমাল নিয়ম হলো- যে কয়জন মূল মামলাটা শুনেছেন, ততসংখ্যক বা তার থেকে বেশিসংখ্যক বিচারপতি রিভিউ শুনানি করে পুনর্বিবেচনা করতে পারবেন। নতুন বিচারপতি নিয়োগ না হওয়া পর্যন্ত রিভিউ ফাইল করা হলেও কোনো রিভিউ শুনানি করার সম্ভাবনা নেই, এটা আমি মনে করছি।’

অ্যাটর্নি জেনারেল আরও, ‘আমি বলেছিলাম, এ মাসের মধ্যে অর্থাৎ নভেম্বরের মধ্যে রিভিউ করব। কিন্তু এখন মনে হচ্ছে, নভেম্বরের মধ্যে করতে পারব না। তবে গতকাল আমরা সার্টিফায়েড কপি পেয়েছি। কপি পাওয়ার পর থেকে আরও ২৭ দিন সময় পাব। এ সময়ের মধ্যে আমরা রিভিউ করব। আমি মনে করি, এটা পুনর্বিবেচনা করা একান্ত দরকার। তবে এ সমস্ত মামলা যতবারই আপনি পড়বেন ততবারই আপনাকে সংশোধন করতে হবে। যে গ্রাউন্ডে রিভিউ করা হবে সেগুলো আমরা আরও বেশি করে ঘষামাজা করছি।’

তিনি বলেন, ‘নতুন বিচারপতি নিয়োগ না হওয়া পর্যন্ত রিভিউ ফাইল করা হলেও কোনো রিভিউ শুনানি করা সম্ভাবনা নেই এটা আমিও মনে করছি।’

যদিও রিভিউ শুনানি নিয়ে আইনমন্ত্রী বলেছিলেন ভিন্নকথা। সম্প্রতি এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, ‘রিভিউ শুনানিতে ৭ বিচারপতি থাকতে হবে আমার জানা মতে সুপ্রিম কোর্ট রুলসে এমন কোনো কথা নেই।’

Be the first to comment on "বিচারপতি নিয়োগ ছাড়া রিভিউ করে লাভ হবে না : অ্যাটর্নি জেনারেল"

Leave a comment

Your email address will not be published.




three × 2 =