চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ যুবক আটক

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গোপালপুর ঘাট এলাকা থেকে দুটি পিস্তুল, চারটি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলিসহ আশরাফুল আলম আশিক (২৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। সোমবার রাতে তাকে আটক করা হয়।

আটক আশরাফুল আলম আশিক উপজেলার পন্ডিতপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার গোপালপুর ঘাট ব্রিজ এলাকায় র‌্যাবের একটি দল পৌঁছলে আশিক র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব তাকে একটি ব্যাগসহ ধরে ফেলে। পরে তার ব্যাগ থেকে দুটি পিস্তুল, চারটি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Be the first to comment on "চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ যুবক আটক"

Leave a comment

Your email address will not be published.




20 − ten =