কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম জুবায়ের কারাগারে

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : অর্থ আত্মসাতের তিন মামলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম ও রমনা করপোরেট শাখার ম্যানেজার জুবায়ের মনজুরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে রাজধানীর তেজগাঁও থানার চার মামলায় আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। অপরদিকে দুদকের আইনজীবী জামিনের বিরোধিতা করে কারাগারে পাঠানোর আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন মামলায় জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং এক মামলায় জামিন মঞ্জুর করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট মাসে বাংলাদেশ কৃষি ব্যাংকের ৪৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় এসব মামলা দায়ের করে দুদক।

Be the first to comment on "কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম জুবায়ের কারাগারে"

Leave a comment

Your email address will not be published.




9 − one =