নিউজ ডেস্ক : নেত্রকোনার কলমাকান্দায় ভাবিকে হত্যার দায়ে হান্নান মিয়া (৩২) নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি হলেন- কলমাকান্দা উপজেলার কান্দাপাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে হান্নান মিয়া।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৮ জুন দুপুরে কলমাকান্দার কান্দাপাড়া গ্রামের মো. বিল্লাল মিয়ার স্ত্রী নাসিমা খাতুনের দেবরের ছেলে হামজা বাড়ির পুকুর পাড়ের গাছ থেকে কাঁঠাল পাড়তে যায় এবং নাসিমা তাকে বাধা দেন। পরে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হান্নান ক্ষিপ্ত হয়ে নাসিমাকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করে।
স্থানীয়দের সহযোগিতায় আহত নাসিমাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পরের দিন নাসিমার বড়ভাই মৃত আরজ আলীর ছেলে মো. জয়নাল (৪০) হান্নানের বিরুদ্ধে কলমাকান্দা থানায় মামলা করেন।
পুলিশ ওই মামলার তদন্ত শেষে একই বছরের ২৩ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। বিচারক দীর্ঘ শুনানি শেষে সোমবার দুপুরে হান্নানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশসহ ২০ হাজার টাকা জরিমানার রায় ঘোষণা করেন। এ সময় হান্নান আদালতে উপস্থিত ছিলেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন পুরুবী কুণ্ডু।
Be the first to comment on "ভাবি হত্যায় দেবরের ফাঁসি"