নিউজ ডেস্ক : প্রথম দেখায় হেরেছিল রাজশাহী। খুলনা রয়েছে জয়ের রাস্তায়। নিজেদের জয়ের রাস্তাতেই রেখেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। শেষ চার প্রায় নিশ্চিত হওয়ার পথে তাদের। তবে, আজ বিকেলের ম্যাচে চিটাগংয়ের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসের জয়ের কারণে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছে খুলনা। রাজশাহীর বিপক্ষে মাঠে নেমে জয়ের সঙ্গে তাদের ইচ্ছা, হারানো স্থানটি পূনরূদ্ধার করা।
সে পথেই আপাতত হাঁটছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। কারণ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে রীতিমত রান উৎসবে মেতেছে খুলনার ব্যাটসম্যানরা। চলতি বিপিএলে সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ডই গড়ে বসেছে তারা। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে খুলনার সংগ্রহ ২১৩ রান। জয়ের জন্য রাজশাহীকে করতে হবে ২১৪ রান।
চট্টগ্রাম পর্বেই স্বাগতিক দল চিটাগং ভাইকিংস গড়েছিল ২১১ রানের রেকর্ড। বিপিএলের চলতি আসরে ওটাই ছিল এই ম্যাচের আগ পর্যন্ত সর্বোচ্চ রানের স্কোর। এছাড়া ঢাকা ডায়নামাইটস দু’বার ২০০ প্লাস স্কোর গড়েছিল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের নায়ক কার্লোস ব্র্যাথওয়েট আজও ঝড় তুলেছিলেন। ১৪ বলে ৩৪ রান করে আউট হয়েছেন তিনি। ৩টি বাউন্ডারির সঙ্গে মেরেছেন ৩টি ছক্কা। তার ঝড়েই মূলতঃ চলতি বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে খুলনা টাইটান্স। শুধু ব্র্যাথওয়েটের কথা বলা কেন, খুলনার এই ইনিংসে অনেক বড় অবধান তরুণ ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুবর।
অনুর্ধ্ব-১৯ দলের এই ক্রিকেটারকে বিপিএল চেনে কেবল বোলার হিসেবে। একটু-আধটু ব্যাটিং করতে পারেন, এটাও হয়তো সবাই জানে; কিন্তু তিনি যে পুরো দস্তুর একজন ব্যাটসম্যান, তা জানা গেলো আজ। শেষ পর্যন্ত যে তিনি অপরাজিত থাকলেন ৩৮ বলে ৫৪ রানে! তার ইনিংসে কোনো বাউন্ডারি নেই। মেরেছেন ৫টি ছক্কার মার।
হাফ সেঞ্চুরি করেছেন আরেক ক্যারিবিয়ান নিকোলাস পুরান। ২৬ বলে তিনি খেলে দিয়ে যান ৫৭ রানের ইনিংস। ওপেনার নাজমুল হাসান শান্ত খেলেন ৩১ বলে ৪৯ রানের ইনিংস।
Be the first to comment on "বিপিএলে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়ল খুলনা"