৭ মার্চ ভাষণের স্বীকৃতিতে কলকাতায় আনন্দ শোভাযাত্রা

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে ঘোষণা করায় কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। বাংলাদেশ উপ-হাইকমিশনের গ্রন্থাগার ও তথ্য-কেন্দ্রের সামনে থেকে শনিবার এ আনন্দ শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রা শেষে উপ-হাইকমিশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপ-হাইকমিশনার তৌফিক হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা করেন সাংবাদিক সুখরঞ্জন দাসগুপ্ত ও অচিন রায়। বঙ্গবন্ধুর ভাষণের তাৎপর্য ব্যাখ্যা করেন তারা।

বক্তারা বলেন, ওই ভাষণই ছিল বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ভাষণ। ইউনেস্কো সেই ভাষণকে বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে ঘোষণা করায় বাংলাদেশের সঙ্গে সব বাঙালিই আনন্দিত। আলোচনা সভার আগে শনিবার দুপুরে বঙ্গবন্ধুর স্মৃতিবাহী মওলানা আজাদ কলেজে শিক্ষার্থীদের দেখানো হয় ১৯৭১ সালের ৭ মার্চ দেয়া বঙ্গবন্ধুর ভাষণ। এই কলেজেই এক সময় বঙ্গবন্ধু পড়েছেন।

Be the first to comment on "৭ মার্চ ভাষণের স্বীকৃতিতে কলকাতায় আনন্দ শোভাযাত্রা"

Leave a comment

Your email address will not be published.




five × one =