নিউজ ডেস্ক : মালাগার বিপক্ষে শুরুতে এগিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদ মাঝপথে দুই গোল খেয়ে আবারও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে গিয়েছিল। তবে পেনাল্টি থেকে ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে পুরো ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
শনিবার লিগে সান্তিয়াগো বের্নাবেউয়ে মালাগাকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার সঙ্গে ব্যবধান ৭ পয়েন্টে নামিয়ে আনল জিনেদিন জিদানের দল।
চার দিন আগে চ্যাম্পিয়ন্স লিগে আপোয়েল নিকোশিয়ার জালে গোল উৎসব করা রিয়াল মালাগার বিপক্ষেও শুরুতেই জালের দেখা পায়। নবম মিনিটে মার্সেলোর ক্রসে রোনালদোর হেড ক্রসবারে লাগার পর ফিরতি বল বিনা বাধায় হেডে জালে পাঠান বেনজেমা।
১৮তম মিনিটে নিজেদের ভুলে গোল খেয়ে বসে রিয়াল। নিজেদের ডি-বক্সের বাইরে থেকে ব্যাকপাস করেন টনি ক্রুস; কিন্তু বল ধরার মতো সেখানে কেউ ছিল না। ছুটে গিয়ে বল ধরে কেকোর বাড়ানো ক্রস নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় নিচু শটে গোলটি করেন উরুগুয়ের ফরোয়ার্ড দিয়েগো রোলান।
এবারের লিগে প্রতিপক্ষের মাঠে মালাগার এটাই প্রথম গোল।
তিন মিনিট পর টনি ক্রুসের কর্নারে কাসেমিরোর জোরালো হেডে ফের এগিয়ে যায় রিয়াল।
৪৩তম মিনিটে রোনালদোর দারুণ হেড ঝাঁপিয়ে ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি স্প্যানিশ গোলরক্ষক রবের্তো হিমেনেস।
৫৮তম মিনিটে ফের নিজেদের ভুলে গোল খায় স্বাগতিকরা। ডি-বক্সের বাইরে রাফায়েল ভারানের ভুলে বল পেয়ে কেকোর পাস ধরে নিচু শট নেন স্প্যানিশ মিডফিল্ডার গনজালো কাস্ত্রো। গোলরক্ষক কিকো কাসিয়া ঠিকমতো ঠেকাতে পারেননি। বল তার হাতে লেগে জালে ঢুকে যায়।
৭৬তম মিনিটে রোনালদোর গোলে আবারও এগিয়ে যায় রিয়াল। কিছুক্ষণ আগে ইসকোর বদলি নামা লুকা মদ্রিচ ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। লিগে গোল খরায় থাকা রোনালদোর স্পটকিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দিয়েছিলেন হিমেনেস; তবে ফিরতি বল বাঁ পায়ের শটে জালে পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড।
এবারের লিগে রোনালদোর এটি দ্বিতীয় গোল। লিগে জালের দেখা পেলেন চার ম্যাচ পর। গত ১৪ অক্টোবর গেতাফের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ম্যাচে প্রথম গোলটি করেছিলেন চারটি ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।
লিগের শেষ চার ম্যাচে রিয়ালের এটা দ্বিতীয় জয়। জিরোনার মাঠে হারের পর নিজেদের আঙিনায় লাস পালমাসের বিপক্ষে জিতেছিল জিদানের দল। তবে গত সপ্তাহে আতলেতিকো মাদ্রিদের মাঠে গোলশূন্য ড্র করে তারা।
১৩ ম্যাচে আট জয় ও তিন ড্রয়ে রিয়ালের পয়েন্ট হলো ২৭।
১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ৩০। রোববার ভালেন্সিয়ার মাঠে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের উপরের দল দুটি।
Be the first to comment on "রোনালদোর গোলে রিয়ালের জয়"