নিউজ ডেস্ক : রাজশাহীর দুর্গাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গৌরীহার এলাকার দুর্গাপুর-কাঁটাখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার সায়বাড় গ্রামের হোসেন আলীর ছেলে কাওসার হোসেন (১৮) ও একই গ্রামের হেলাল আলীর ছেলে মুক্তার হোসেন (১৭)।
এ ব্যাপারে রাজশাহী দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম জানান, শনিবার রাতে ওই দুই কিশোর বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে কাঁটাখালী থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। পথে দুর্গাপুর-কাঁটাখালী রাস্তার গৌরীহার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই কাওসারের মৃত্যু হয়।
এসময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী মুক্তারকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে মুক্তার মারা যায়।
Be the first to comment on "রাজশাহীতে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু"