বাংলাদেশি পণ্য আমদানি বাড়াবে ব্রিটিশ প্রতিষ্ঠান

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক খুচরাপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান মার্কস অ্যান্ড স্পেনসার (এম অ্যান্ড এস)। প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বেশ কয়েক বছরে প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে পণ্য আমদানির পরিমাণ দ্বিগুন করে দিয়েছে। বর্তমানে আরও এক বিলিয়ন আমদানি বাড়ানোর পরিকল্পনা আছে তাদের।

আগে থেকেই বাংলাদেশ থেকে আটশ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে এম অ্যান্ড এস। প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ রোয়ে বলেন, বাংলাদেশ প্রতিনিয়ত তাদের দক্ষতা, সুবিধা এবং অবকাঠামোগত উন্নয়ন করে যাচ্ছে। সে কারণে সেখান থেকে আমাদের পণ্য আমদানি বাড়িয়ে দেয়ার ব্যাপারে আলোচনা হয়েছে।

তবে বাংলাদেশের গার্মেন্টগুলোর অবকাঠামোগত যে দুর্বলতা রয়েছে সেটার উন্নতির আশাবাদও ব্যক্ত করেন স্টিভ রোয়ে।

বর্তমানে বাংলাদেশের ৭৯টি গার্মেন্ট প্রতিষ্ঠান থেকে পণ্য নিচ্ছে এম অ্যান্ড এস। বছর চারেক আগেও মাত্র তিনশ থেকে চারশ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করতো প্রতিষ্ঠানটি।

বর্তমানে তারা আটশ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করলেও সেই পরিমাণ এক বিলিয়নের বেশি বাড়ানোর কথা জানিয়েছেন রোয়ে।

Be the first to comment on "বাংলাদেশি পণ্য আমদানি বাড়াবে ব্রিটিশ প্রতিষ্ঠান"

Leave a comment

Your email address will not be published.




fifteen + 5 =