নওগাঁয় দু’বাসের সংঘর্ষে নিহত ২

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : নওগাঁর মান্দায় দুটি বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সতিহাট পঞ্চমিতলা জ্যালাঘাটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ব্যাংক কর্মকর্তা আব্দুর রহিম। তার বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে। অপরজন বাসের হেলফার ইসমাইল হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী নিয়ে রাজশাহী থেকে তিশা ট্রাভেলস নামের বাসটি নওগাঁর দিকে আসছিল। ঘটনাস্থলে অপর একটি বাসকে পাশ কাটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে খাদে পড়ে যায় বাসটি। এসময় বাসের ইঞ্জিনের উপর বসে থাকা ব্যাংক কর্মকর্তা আব্দুর রহিম ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এবং হেলফার ইসমাইল হোসেন বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও নিহতের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

Be the first to comment on "নওগাঁয় দু’বাসের সংঘর্ষে নিহত ২"

Leave a comment

Your email address will not be published.




1 × 4 =