নিউজ ডেস্ক : দেশের বাজারে বাড়ানো হলো স্বর্ণের দাম। ভরি প্রতি স্বর্ণের দাম সর্বোচ্চ এক হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ার কারণে দেশের বাজারে তা সমন্বয় করতে এ দাম বাড়ানো হয়েছে বলে দাবি করেছেন তারা।
শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন এ দর নির্ধারণ করেছে।
আগামীকাল রোববার (২৬ নভেম্বর ) থেকে স্বর্ণের নতুন এ দর কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন দাম অনুযায়ী, এখন ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম পরবে ৪৯ হাজার ২২২ টাকা।
Be the first to comment on "বাড়লো স্বর্ণের দাম"