নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আ.লীগ আজ যে জনসভা করেছে সেই জনসভায় ব্যাবসায়ীদের থেকে শুরু করে সবাইকে আলাদা আলাদা ব্যানার আনতে হবে।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে দেশ বাচাঁও মানুষ বাচাঁও আন্দোলন আয়োজিত এক পরামর্শ বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আ.লীগের জনসভার জন্য কোনো অনুমতির প্রয়োজন হয়নি। আর তাদের জনসভায় কেমন মানুষ হয়েছে সেটা আমরা দেখেছি এবং এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তারা সব সরকারি কমর্কতা ও কমর্চারী।
রোহিঙ্গাদের বিষয়ে কথা বলতে গিয়ে বিএনপির এ নেতা বলেন, আ.লীগ রোহিঙ্গাদের নিয়ে ষড়যন্ত্র করছে, তারা নিবাচর্নের আগে তাদের ফেরত দিতে চায় না।
পরামর্শ বৈঠকে দেশ বাচাঁও মানুষ বাচাঁ আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- গণস্বাস্থ্যের সভাপতি ড. জাফরুউল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকুমার বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. এস. এম. হাসান তালুকদার প্রমুখ।
Be the first to comment on "তাদের জনসভায় কেমন মানুষ দেখেছি : খসরু"