নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীতে হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নগরীর চকবাজার থানার কেবি আমান আলী রোডের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এসময় ওই বাসায় আর কাউকে পাওয়া যায়নি।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল হুদা বলেন, বাড়ির মালিক জানিয়েছেন এক নারী বাসাটি ভাড়া নিয়েছিলেন। গত বৃহস্পতিবার ওই নারী বাসায় উঠেন। তার নাম-ঠিকানা বাড়ির মালিক রাখেননি। ভোরে দারোয়ান দেখতে পান, বাসার দরজা খোলা। ভেতরে গিয়ে তিনি মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। তাকে শ্বাসরোধ করে খুন করা হতে পারে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করছে বলে জানিয়েছেন ওসি।
Be the first to comment on "চট্টগ্রামে খালি বাসা থেকে মরদেহ উদ্ধার"