চিরনিদ্রায় শায়িত বারী সিদ্দিকী

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : নিজের তৈরি বাড়িতেই চিরনিদ্রায় শায়িত হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও বংশীবাদক বারী সিদ্দিকী। তার শেষ ইচ্ছা পূরণ করতেই শুক্রবার বাদ মাগরিব নেত্রকোনা সদরের কারলি গ্রামের বাউল বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এর আগে সকালে ঢাকায় দুই দফা জানাজা শেষে বিকেল সাড়ে ৩টায় তার মরদেহ নিয়ে আসা হয় নেত্রকোনা শহরের সাতপাই এলাকায় অবস্থিত শিল্পীর শ্বশুরের বাসায়। এ সময় আত্মীয়-স্বজন-ভক্তসহ স্থানীয় লোকজন ফুলেল শ্রদ্ধা জানান।

পরে বিকেল সাড়ে ৪টায় বাদ আসর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় শিল্পীর স্বপ্নঘেরা বাউল বাড়িতে। সেখানে স্থানীয় লোকজন ও বাউল শিল্পীরা তাদের প্রাণের মানুষটিকে এক নজর দেখার পর বাদ মাগরিব ৪র্থ জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাসসহ স্থানীয়রা। পরে বাউল বাড়ির আমগাছ তলায় বারী সিদ্দিকীর মরদেহ দাফন করা হয়।

প্রসঙ্গত, রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মারা যান কিংবদন্তি সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকী।

Be the first to comment on "চিরনিদ্রায় শায়িত বারী সিদ্দিকী"

Leave a comment

Your email address will not be published.




4 × three =