নিউজ ডেস্ক : কাজের নিরাপদ পরিবেশ ও রোগীর স্বজনদের প্রবেশ কার্ড নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অনিদিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ইন্টার্ন চিকিৎসকরা।
বৃহস্পতিবার সকাল থেকে কাজে যোগ না দিয়ে হাসপাতাল চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে তারা। দুপুর ১টায় হাসপাতাল চত্বরে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, ইন্টার্ন চিকিৎসক গোরাঙ্গ চন্দ্র রায়, রাকিব, ফয়সল বিন সালেহ প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৯ তারিখে চিকিৎসা সেবা প্রদান করার সময় ইন্টার্ন চিকিৎসক ফয়সল বিন সালেহের উপর রোগীর স্বজনরা হামলা করে। আমরা এর প্রতিবাদে হাসপাতালের পরিচালককে স্বারকলিপি দিয়েছি। বিচার চেয়েছি। কিন্তুু ন্যায় বিচার পাইনি। এজন্য আজ মানবন্ধন করে দোষীদের বিচার, প্রতিটি ওয়ার্ডে আনসার মোতায়েন, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। অন্যথায় ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট চলবে।
এদিকে ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখনও ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে।
Be the first to comment on "রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট শুরু"