নিউজ ডেস্ক : রাজবাড়ী জেলা শহরের বড় বাজার থেকে সাখাওয়াত হোসেন সোহান (১৬) নামে পুলিশের ভুয়া এক এএসআইকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে স্থানীরা তাকে পুলিশে সোপর্দ করে।
আটক সোহান জেলা শহরের বিনোদপুর এলাকার নুরুল ইসলামের ছেলে।
বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. রইছউদ্দিন আহম্মেদ ডিউক জানান, দীর্ঘ দিন ধরে পুলিশের এসএসআই পরিচয়ে চাঁদা দাবি করে আসছিল সোহান। চাঁদা না দিলে বিভিন্ন ধরনে হুমকি দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় আজ দুপুরে স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোপর্দ করেছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারকি কামাল এর সত্যতা নিশ্চিত করে জানান, ভুয়া এএসআইয়ের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Be the first to comment on "রাজবাড়ীতে ভুয়া এএসআই আটক"