বিএনপি নেতা অধ্যক্ষ সেলিম কারাগারে

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বুধবার ঢাকার মুখ্য মহানগর (সিএমএম) আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

তাকে কারাগারে প্রেরণের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, জিয়া নাগরিক ফোরাম সভাপতি মিয়া মো. আনোয়ার, জাতীয়তাবাদী বন্ধু দলের সভাপতি শরিফ মোস্তফাজামান লিটু, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।

এক বিবৃতিতে তারা এই নিন্দা জানিয়েছেন। এতে নেতবৃন্দ বলেন, অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মতো একজন শিক্ষক নেতাকে গ্রেফতার ও কারাগারে প্রেরণের মাধ্যমে সরকার প্রমাণ করলো তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তারা বিরোধী দলের জনপ্রিয় নেতাদের গ্রেফতার-নির্যাতনের মাধ্যমে অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার ষড়যন্ত্র করছে। কিন্তু ইতিহাস স্বাক্ষী কোনো স্বৈশাসক ক্ষমতাকে চিরস্থায়ী করতে পারে না।

অবিলম্বে অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।

Be the first to comment on "বিএনপি নেতা অধ্যক্ষ সেলিম কারাগারে"

Leave a comment

Your email address will not be published.




2 × one =