স্মিথ-মুশফিকে রাজশাহীর সংগ্রহ ১৬৬

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : টস হেরে ব্যাট করতে এসে দলীয় ২১ রানে তিন উইকেট হারিয়ে বিপদেই পড়ে যায় রাজশাহী কিংস। সেখান থেকে দলের হাল ধরে স্মিথ ও মুশফিকুর রহীম। দু’জনে মিলে গড়েন ৭৬ রানের জুটি। এই জুটির উপর ভর করেই ২০ ওভার শেষে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৬৬ রান। ফলে খুলনা টাইটান্সের লক্ষ্য দাঁড়ায় ১৬৭ রান।

রাজশাহীর এই সংগ্রহে সবচেয়ে বড় অবদান ছিল তাদের ক্যারিবীয় রিক্রুট ডোয়াইন স্মিথের। ৩৬ বলে খেলে তিনি করেন ৬২ রান। যার মধ্যে ছিল চারটি চার ও সাতটি ছয়ের মার।

এরপরই দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ এসেছে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীমের ব্যাট থেকে। ৩০ বলেই করে ফেলেন হাফ সেঞ্চুরি। মুশফিক থামেন ৩৩ বলে ৫৫ রানে। ইনিংসটিতে ছিল তিনটি ছয় ও চারটি চারের মার। এছাড়াও ফ্রাঙ্কলিন করেন হার না মানা ২৯ রান। যেটি রাজশাহীকে লড়াইয়ের পুঁজি পাইয়ে দিতে সাহায্য করে।

খুলনার হয়ে অসাধারণ বল করেন পাকিস্তানি রিক্রুট জুনায়েদ খান। ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে ৪টি উইকেট নেন তিনি। আর আবু জায়েদ রাহী নেন দুটি উইকেট। ব্রাথওয়েট আর আরিফ হোসেন একটি করে উইকেট নেন।

Be the first to comment on "স্মিথ-মুশফিকে রাজশাহীর সংগ্রহ ১৬৬"

Leave a comment

Your email address will not be published.




three × five =