নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া নিয়ে দেশের জনগণ উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, দলীয় সরকারের অধীনে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, হতে পারে না বলে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে বলেছিলেন। অথচ আজ নিজ স্বার্থে সে কথা অস্বীকার করছেন তিনি। দেশের জনগণও দৃঢ়ভাবে বলছে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, সরকার আজ ক্ষমতা হারানোর ভয়ে ভীত। তাই তারা ষড়যন্ত্র করছে খালেদা জিয়াসহ বিএনপির সিনিয়র নেতাদের মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাচনের বাইরে রাখতে এবং ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো তথাকথিত নির্বাচনের নামে পাতানো খেলা করে আবার ক্ষমতায় আসতে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে যুবদল।
আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বলেন, অবৈধ সংসদ জীবিত রেখে এবং খালেদা জিয়াকে বাইরে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। শুধু তাই নয়, নিরপেক্ষ সরকার ব্যতীত কোনো শেখ হাসিনার অধীনেও নির্বাচন হতে দেয়া হবে না।
তিনি বলেন, আগামী একাদশ নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে আর সেই নির্বাচনে এ দেশের জনগণ খালেদা জিয়াকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে।
নতুন সম্প্রচার আইন প্রক্রিয়ার কঠোর সমালোচনা করে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নতুন সম্প্রচার আইন নিয়ে যে প্রক্রিয়ায় রয়েছে আমরা বিএনপি মনে করি এ আইন হচ্ছে বাকশালের নগ্ন বহিঃপ্রকাশ।
আয়োজক সংগঠনের সভাপতি সাইফুল আলম নিরবের সভাপতিত্বে এতে বক্তব্যে দেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ,সহ যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, যুবদল নেতা সুলতান সালাহ উদ্দিন টুকু, মোর্তাজুল করিম বাদরু, মামুন হাসান, এস এম জাহাঙ্গীর হোসেন, শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা শাহীন, মোস্তাফা কামাল রিয়াদ, সাঈদ হাসান মিন্টু, শরীফুল ইসলাম জুয়েল, আর টি মামুন, আনন্দ শাহ, মোস্তফা জগলুল পাশা পাভেল প্রমুখ।
আলোচনা সভা সঞ্চালনা করেন যুবনেতা নুরুল ইসলাম নয়ন।
Be the first to comment on "ক্ষমতা হারানোর ভয়ে সরকার ষড়যন্ত্র করছে : মোশাররফ"