নিউজ ডেস্ক : অবশেষে পদত্যাগ করলেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের স্পিকার জ্যাকোব মুন্ডেডার বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বিবিসির খবরে বলা হয়, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে স্বেচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছেন বলে এক চিঠিতে উল্লেখ করেছেন মুগাবে।
গত ৩৭ বছর ধরে ক্ষমতা ধরে রেখেছিলেন মুগাবে। দেশটির ভাইস প্রেসিডেন্টকে বরখাস্তের এক সপ্তাহের মাথায় অভ্যুত্থান ঘটিয়ে গত ১৫ আগস্ট মুগাবেকে গৃহবন্দী করে রাখে সেনাবাহিনী।
এরপর মুগাবের দল এবং হাজার হাজার নাগরিক তার পদত্যাগ দাবি করে বিক্ষোভ শুরু করেন। জানু-পিএফ পার্টির কেন্দ্রীয় কমিটি তাকে গত রোববার বরখাস্ত করে প্রেসিডেন্টের পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানায়।
Be the first to comment on "অবশেষে পদত্যাগ করলেন মুগাবে"