সেমিতে হেরে গেলেন ফেদেরার

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচের সবগুলোতে জিতেই সেমিতে জায়গা করে নিয়েছিলেন ফেদেরার। তবে শেষ চারেই থামতে হল সাবেক নম্বর ওয়ানকে। এটিপি ফাইনালসের সেমিফাইনালে ডেভিড গোফিনের কাছে ২-৬, ৬-৩ এবং ৬-৪ গেমে হার মানেন রজার ফেদেরার।

২০১২ সালে সর্বশেষ মেজর কোনো শিরোপার স্বাদ পেয়েছিলেন ফেদেরার। এর পরের পাঁচটা বছর ইনজুরি আর ফর্মহীনতায় ভুগছিলেন তিনি। তবে চলতি মৌসুমেই যেন স্বরুপে ফেরেন বিশ্ব টেনিস র‌্যাংকিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। দুটি গ্র্যান্ডস্লাম ছাড়াও বেশ কয়েকটি ডব্লিউটিএ শিরোপা জয়ের স্বাদ পান টেনিসের এই জীবন্ত কিংবদন্তি।

 

এদিকে ১৯টি গ্র্যান্ডস্লামের মালিক ফেদেরারকে হারিয়ে দারুণ রোমাঞ্চিত ডেভিড গোফিন। ম্যাচ শেষে টুর্নামেন্টের সপ্তম বাছাই গোফিন নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘সত্যি কথা বলতে ভাষা হারিয়ে ফেলেছি। অনুভূতিটা কেমন তা বর্ণনা করতে পারছি না। তবে এমন জয়ের পর আমি খুবই খুশি।’

Be the first to comment on "সেমিতে হেরে গেলেন ফেদেরার"

Leave a comment

Your email address will not be published.




12 − two =