ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের সভাপতিত্বে বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন।

 

ভাইস চেয়ারম্যানদের মধ্যে এম মোর্শেদ খান, আবদুল্লাহ আল নোমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, মো. শাজাহান, আহমদ আজম খান, ব্যারিস্টার শাহজাহান ওমর, এ জেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদসহ ২৬ জন বৈঠকে উপস্থিত রয়েছেন।

দলের সর্বশেষ কাউন্সিলে ৩৪ জন ভাইস চেয়ারম্যান করা হয়। বৈঠকে চলমান রাজনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

Be the first to comment on "ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া"

Leave a comment

Your email address will not be published.




nineteen − seven =