নিউজ ডেস্ক : রাজধানীর পল্টন থানার নাশকতার পৃথক দুই মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে পৃথক দুই মামলায় ২০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জাগো নিউজকে জানান, পল্টন থানার বিস্ফোরক আইনে দায়ের করা দু’টি মামলার একটিতে তাকে ৫ দিন ও অপরটিতে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শুক্রবার দুপুরে প্রেসক্লাব থেকে যাওয়ার পথে পুরানা পল্টন এলাকা থেকে আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতার করে পুলিশ।
Be the first to comment on "ছাত্রদল সম্পাদক আকরাম ৮ দিনের রিমান্ড মঞ্জুর"