টস জিতে ফিল্ডিংয়ে খুলনা

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে প্রথমবারের মত মুখোমুখি হল চিটাগং ভাইকিংস এবং খুলনা টাইটান্স। প্রথমবারের দেখায় খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ টস জিতে ফিল্ডিং নিয়েছে। চিটাগং ভাইকিংসের নিয়মিত অধিনায়ক মিসবাহ-উল হকের পরিবর্তে আজ টস করতে নামেন লুক রনকি।

পাঁচ ম্যাচে দুই জয় ও দুই পরাজয় আর একটি ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে দলটি। অপরদিকে সমান ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে চিটাগংয়ের অবস্থান পয়েন্ট টেবিলের ছয় নম্বরে।

চিটাগং ভাইকিংস
দিলশান মুনাবিরা, সৌম্য সরকার, লুক রনকি (অধিনায়ক), এনামুল হক বিজয়, সানজামুল ইসলাম, তানবির হায়দার, তাসকিন আহমেদ, সিকান্দার রাজা, ক্রিস জর্ডান, আল-আমিন, নজিবউল্লাহ জাদরান, স্টিয়ান ফন জিল।

খুলনা টাইটান্স
মাহমুদউল্লাহ রিয়াদ, শফিউল ইসলাম, ধিমান ঘোষ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ, আরিফুল হক, রিলে রুশো, কার্লোস ব্র্যাথওয়েট, জফরা আর্চার, মাইকেল ক্লিঙ্গার, সেকুগে প্রসন্ন।

Be the first to comment on "টস জিতে ফিল্ডিংয়ে খুলনা"

Leave a comment

Your email address will not be published.




seventeen − three =