ঝিনাইদহে ডাকাত ধরতে গিয়ে গৃহকর্তার মৃত্যু

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রহমতপুর গ্রামে ডাকাতকে ধাওয়া করে ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে দাউদ হোসেন নামে এক গৃহকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

একই ঘটনায় গণপিটুনিতে আহত তাহাজ্জেল হোসেন নামে এক ডাকাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

কোটচাঁদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জয়নাল সরকার জানান, ৮-৯ জন রহমতপুর গ্রামের মন্টু খার বাড়িতে পানি খাওয়ার নাম করে আসে। এরপর তারা ডাকতির চেষ্টা করলে বাড়ির লোকজনের চিৎকার-চেঁচামেচিতে গ্রামের মানুষ জড়ো হতে যায়। একপর্যায়ে তারা তাহাজ্জেলকে ধরে গণপিটুনি দেয়। এ সময় ডাকাতদের ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মন্টু খার ভাই দাউদ মারা যান।

Be the first to comment on "ঝিনাইদহে ডাকাত ধরতে গিয়ে গৃহকর্তার মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.




1 × 2 =