নিউজ ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে জমায়েতের পার্শ্ববর্তী স্থানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত সাতজন পুলিশসহ নয়জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের শহরের একটি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
কাবুল পুলিশের মুখপাত্র আবদুল বাসির মুজাহিদ আল জাজিরাকে জানান, কমিউনিটি সেন্টারে রাজনৈতিক জনসভার জন্য বহু লোকজন জমায়েত হয়েছিল। আত্মঘাতী হামলাকারী নিজের সুইসাইডাল ভেস্ট বিস্ফোরণ ঘটালে প্রাণহানির ঘটনা ঘটে।
বিস্ফোরণের সময় আফগানিস্তানের উত্তরের রাজ্য বালখের গভর্নর আত্তা মুহাম্মদ নূরের সমর্থকরা কমিউনিটি সেন্টারের মধ্যে উপস্থিত ছিলেন। পুলিশ ছাড়া নিহত অন্য দু’জন বেসামরিক নাগরিক।
সূত্র : আল জাজিরা
Be the first to comment on "কাবুলে আত্মঘাতী হামলায় পুলিশসহ নিহত ৯"