১০ ডিসেম্বরের মধ্যে ভুয়া ডাক্তারকে আটকের নির্দেশ

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : সন্তান প্রসবের সময়  এক নারীর পেটে গজ রেখে অপারেশন শেষ করা অপারেশনকারী ভুয়া ডাক্তার রাজন দাসকে আটক করে ১০ ডিসেম্বরের মধ্যে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাকে আটক করতে প্রয়োজনে র‌্যাবের সহায়তা নিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ পটুয়াখালীর বাউফল থানার ওসিকে এ নির্দেশ দেন। শুনানির শুরুতে বাউফল থানার ওসি মনিরুজ্জামান আদালতকে বলেন, ভুয়া ডাক্তার রাজন দাশকে আটক করতে আমরা পদক্ষেপ নিয়েছি।

এখন পর্যন্ত  তাকে আটক করা সম্ভব হয়নি। এসময় আদালত বলেন, আপনার চাইলে তাকে ধরতে পারবেন। প্রয়োজনে র‌্যাবের সহযোগিতা নেন।এর আগে ১৫ নবেম্বরের মধ্যে তাকে আটক করে আদালতে হাজির করতে বলেছিলেন আদালত। আদালতে পটুয়াখালীর সিভিল সার্জনের পক্ষে দাখিল করা প্রতিবেদনে ডাক্তার নামধারী রাজন দাসের সার্টিফিকেট ভুয়া প্রমাণিত হয়।

 

 

Be the first to comment on "১০ ডিসেম্বরের মধ্যে ভুয়া ডাক্তারকে আটকের নির্দেশ"

Leave a comment

Your email address will not be published.




20 − seven =