নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় ক্যালিফোর্নিয়ায় এক বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ওই হামলা চালানো হয়েছে। খবর সিএনএন।
বন্দুকধারী একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালানোর চেষ্টা করেন। গোলাগুলির শব্দে শ্রেণিকক্ষের দরজা জানালা বন্ধ করে শিক্ষার্থীরা টেবিল এবং ডেস্কের নিচে পালিয়ে ছিল।
পরে অন্য একটি স্থানে পুলিশের গুলিতে নিহত হয়েছে ওই বন্দুকধারী। চুরি করা একটি পিকআপ নিয়ে সে স্কুলের দরজা ও দেয়াল ভাঙার চেস্টা করে।
স্কুলের মাঠে দাঁড়িয়ে জানালা, দরজা লক্ষ্য করে ক্রমাগত গুলি চালাতে থাকে ওই বন্দুকধারী। কিছুক্ষণ ঘোরাঘুরি করে তিনি ফিরে যান। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এক শিক্ষার্থী গুলিতে আহত হয়েছে। তবে তার অবস্থা স্বাভাবিক আছে।
Be the first to comment on "যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৪"