পুলিশ জনতা একসাথে কাজ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রংপুরের তান্ডবের ঘটনায় অভিযুক্ত টিটু রায়কে নীলফামারীর জলঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসা করলেই প্রকৃত ঘটনা জানা যাবে। তিনি বলেন, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। এখানে জাতি গোষ্টি সমানভাবে সহযোগিতা পাচ্ছে। তার পরেও কেউ  এসে উস্কানী দেবে, কেউ এসে কারও উপর অত্যাচার করবে আমাদের সরকার তা সহ্য করবেনা।

আমরা কোন ভাবেই তা এলাউ করবো না। এর আগে যারাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে আমরা তাদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিয়েছি। ঠাকুরপাড়া গ্রামে যারাই তান্ডব চালিয়েছে তাদের খুজে বের করে গ্রেফতার করে আইনে কাছে সোপর্দ করা হবে। তিনি মঙ্গলবার দুপুরে রংপুরের সদর উপজেলার পাগলাপীর ঠাকুরপাড়া গ্রামে ফেস বুকে ষ্ট্যাটাস দেয়া নিয়ে তান্ডবের ঘটনা সরজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশকে নিয়ে সব সময় ষড়যন্ত্র চলছে। অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিভিন্ন কায়দায় বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ঘটানো হচ্ছে। এর আগে রামুতে, ব্রাহ্মণবাড়িয়া নাসির নগরে একই কায়দায় তান্ডব চালানো হয়েছে। ফেস বুকের ষ্ট্যাটাস দেয়া নিয়ে যে ঘটনা এখানে ঘটানো হয়েছে সেই ফেস বুকে ষ্ট্যাটাস দেয়া টিটু রায়কে মঙ্গলবার নীলফামারীর জলঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, ফেস বুক আইডিটি টিটু রায়ের কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু ফেস বুকের ষ্ট্যাটাস নিয়ে ঠাকুরপাড়া গ্রামে বাড়ি ঘরে আগুন দিয়ে মালামাল লুটসহ যে তান্ডব চালানো হয়েছে তা কোন ভাবেই মেনে নেয়া হবেনা বলে হুশিয়ারী উচ্চারণ করেন তিনি। তিনি বলেন, আইন শৃংখলা বাহিনী সার্বক্ষণিকভাবে এসব বিষয়ে নজর রাখছে। স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্থ এলাকার মানুষকে বলেন, আপনাদের পাশে আওয়ামীলীগ সবসময় আছে, থাকবে সাথে, বাংলাদেশ পুলিশ ও জনতা পাশে আছে। এজন্য ভয় না পেয়ে ঘুরে দাঁড়ার আহবান জানান তিনি।

রংপুরকে মেট্রোপলিটান পুলিশী কার্যক্রম শুরু করার জন্য জাতীয় সংসদে এ সংক্রান্ত আইনটি চলতি অধিবেশনে উত্থাপন করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, দ্রুতই এই আইন পাশ করার ব্যবস্থা নেয়া হবে।  এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা থেকে হেলিক্প্টার যোগে রংপুরে এসে পৌছান। তার সফর সঙ্গি হিসেবে ছিলেন রংপুর ৪ আসনের সাংসদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি টিপু মুন্সি এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেন শিকদার, পুলিশের আইজিপি শহীদুল হক। মন্ত্রী সরাসরি ঠাকুরপাড়া গ্রামে আসেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সাথে কথা বলেন। নিজেই ক্ষতিগ্রস্থ বাড়ি ঘর দেখেন। পরে ঘটনা স্থলের একটু দুরে হরকলি মাদ্রাসা মাঠে এক জনসভায় বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে, ঠাকুরপাড়া গ্রামে তান্ডবের ঘটনার মামলার প্রধান আসামী গঙ্গাচড়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সিরাজুল ইসলাম ও তার ছেলে তারেক আব্দুল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এস আই ফেরদৌস আলী জানান, ঘটনার সাথে আরো বেশ কয়েকজন ইন্ধনদাতা ও আসামী আছে তাদের গ্রেফতার করার জন্য অভিযান চলছে।

অন্যদিকে রংপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা নুর ইসলাম জানান,  তান্ডবের ঘটনায় মঙ্গলবার আরো ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ১৩২জনে।

 

Be the first to comment on "পুলিশ জনতা একসাথে কাজ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.




18 − two =