নাটোরের ট্রাকের ধাক্কায় জেএসসি পরীক্ষার্থীসহ নিহত ২

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : নাটোরের দিঘাপতিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক জেএসসি পরীক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার দুুপুরে সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের দিঘাপতিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলাম জানান, দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী নুর মোহম্মদ মিম এবং মাদরাসা ছাত্র জহুরুল ইসলামসহ তিনজন মোটরসাইকেলযোগে ইসলাবাড়ী গ্রামের বাড়িতে ফিরছিল।

এসময় নাটোর থেকে বগুড়াগামী দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নুর মোহম্মদ মিম ও জহুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, সদর উপজেলার ইসলাবাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও বাকশোর ইসলাবাড়ী দাখিল মাদরাসার ছাত্র জহুরুল ইসলাম এবং একই এলাকার ঈদ্রিস আলীর ছেলে ও দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের ছাত্র জেএসসি পরিক্ষার্থী নুর মোহম্মদ মিম।

গুরুতর আহত সদর উপজেলার ইসলাবাড়ী গ্রামের বেলাল হোসেনের ছেলে মাসুদকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও ট্রাকটিকে আটক করতে পারেনি পুলিশ।

Be the first to comment on "নাটোরের ট্রাকের ধাক্কায় জেএসসি পরীক্ষার্থীসহ নিহত ২"

Leave a comment

Your email address will not be published.




twenty − 7 =