আবারও কুমিল্লার কাছে হারলো চিটাগং

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়ান্স-চিটাগং ভাইকিংসের প্রথম দেখাতে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল চিটাগং। আর আজ মঙ্গলবার দু’দলের দেখাতেও বড় ব্যবধানেই হেরেছে চিটাগং। ভাইকিংসের দেয়া ১৪০ রানের সহজ লক্ষ্য ভিক্টোরিয়ান্সরা টপকে যায় সহজেই। ১১ বল আর ৬ উইকেট হাতে রেখেছে জিতেছে মোহাম্মদ নবীর দল।

কুমিল্লার হয়ে অসাধারণ একটি ইনিংস খেলেন ইমরুল কায়েস। এবারের আসরে বাংলাদেশিদের রান খরা চলছে। সেখানে ইমরুল করেছেন ৪৫ রান। যাতে ছিল ২টি ছয় ও ৩টি চারের মার। তবে হাফসেঞ্চুরি পূরণ করতে পারেননি তিনি। সানজামুলের বলে তানবীরের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন বাঁহাতি এ ওপেনার।

ইমরুলের পাশাপাশি ম্যাচটি জয়ে অবদান ছিল গত ম্যাচে ভাল খেলা ইংলিশ ব্যাটসম্যান জশ বাটলারের। আজও তিনি করেছেন ৪৪ রান। কুমিল্লার হয়ে তৃতীয় সর্বোচ্চ করেছেন লিটন কুমার দাস। দিলশান মুনাবিরার বলে আউট হবার আগে তিনি ২১ রান করেন।

চিটাগংয়ের হয়ে মুনাবিরা ও সানজামুল ২টি করে উইকেট পেয়েছেন। বাকি বোলাররা উইকেটশূন্য ছিলেন।

এ ম্যাচ জয়ের ফলে ৪ ম্যাচে ৩ জয় থেকে কুমিল্লার পয়েন্ট হলো ৬। আর ৫ ম্যাচ খেলে ৩ জয়ে সমান পয়েন্ট রয়েছে ঢাকারও।

Be the first to comment on "আবারও কুমিল্লার কাছে হারলো চিটাগং"

Leave a comment

Your email address will not be published.




15 − 12 =