নিউজ ডেস্ক : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত রবিবারের সমাবেশে অংশ নেয়ায় দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে এক টুইটের মাধ্যমে তিনি এ ধন্যবাদ জানান।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, ‘সরকারের সব বাধা অতিক্রম করে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় অংশগ্রহণ করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।’
টুইটে খালেদা জিয়া বলেন, ‘অনির্বাচিত সরকারের চক্রান্ত, বাধাবিঘ্ন অতিক্রম করে সোহরাওয়ার্দীর জনসভায় যোগ দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দােলনকে বেগবান রাখার জন্য দেশের লাখো মানুষ ও বিএনপির নেতা, কর্মী-সমর্থকদের আন্তরিক ধন্যবাদ।’
Be the first to comment on "টুইটে নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন খালেদা"