ছাত্রলীগের সেই ৪ নেতা বহিষ্কার

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় তরুণীকে গণধর্ষণ ও হত্যার পর মরদেহ লুকানোর ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার চার ছাত্রলীগ নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বরগুনা জেলা ছাত্রলীগের সুপারিশে সোমবার সকালে কেন্দ্রীয় ছাত্রলীগ তাদের বহিষ্কার করে।

জেলা ছাত্রলীগের সভাপতি মো. জুবায়ের আদনান অনিক জানান, গ্রেফতারের পর ওই চার নেতাকে নিয়ে রবিবার রাতে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে জেলা ছাত্রলীগের। পরে রাতেই তাদের দল থেকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে একটি চিঠি পাঠানো হয়। কেন্দ্রীয় ছাত্রলীগ তাদের দল থেকে সাময়িক বহিষ্কার করে।

Be the first to comment on "ছাত্রলীগের সেই ৪ নেতা বহিষ্কার"

Leave a comment

Your email address will not be published.




13 − 10 =