সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী হাসপাতালে

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : অসুস্থ আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

চট্টগ্রামের তিন বারের মেয়র, বর্ষীয়ান এই রাজনীতিককে শনিবার রাতে বন্দর নগরীর মেহেদীবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

রবিবার দুপুরে মহিউদ্দিনকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয় বলে তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ওসমান জানিয়েছেন।তিনি জানান, ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হবে মহিউদ্দিন চৌধুরীকে। ৭৪ বছর বয়সী মহিউদ্দিন দীর্ঘদিন ধরে হদযন্ত্র ও কিডনির জটিলতায় ভুগছেন।

মহিউদ্দিনের শারীরিক অবস্থা নিয়ে ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী খান সাংবাদিকদের বলেন, “উনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। আগে থেকে হার্টে বাইপাস করা আছে। উনার কিডনির সমস্যাও আছে।”

অবস্থা স্থিতিশীল হলেও মহিউদ্দিনকে ঢাকায় নেওয়ার পরিকল্পনা করে তার পরিবার।

এদিকে অসুস্থ সভাপতি মহিউদ্দিনকে দেখতে রবিবার সকালে হাসপাতালে যান নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন।

তিনি মহিউদ্দিনের পাশে কিছু সময় থেকে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন বলে জানান মেয়রের ব্যক্তিগত সচিব রায়হান ইউসুফ।

চট্টগ্রামের তিন বারের মেয়র মহিউদ্দিন অসুস্থ শরীরেও শনিবার বিকালে নগরীতে মহানগর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হাজির হয়ে বক্তব্য রাখেন।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থাকার পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে আন্দোলন করে আসছেন।

Be the first to comment on "সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী হাসপাতালে"

Leave a comment

Your email address will not be published.




four × four =