বিশ্বকাপ নিশ্চিত মরক্কো-তিউনিসিয়ার

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : আফ্রিকা অঞ্চল থেকে মিশর, নাইজেরিয়া ও সেনেগালের মতো দেশ বিশ্বকাপ নিশ্চিত করেছিল আগেই। বাকি ছিল দুটি দলের অপেক্ষা। গতকাল রাতে শেষ দুই দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেয়েছে মরক্কো ও তিউনিসিয়া।

আইভরি কোস্টকে ২-০ গোলে হারিয়েছে মরক্কো। ফলে ১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পাচ্ছে দলটি। অপর ম্যাচে লিবিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ে ২০০৬ বিশ্বকাপের পর এই প্রথম বিশ্বকাপের টিকিট পেল তিউনিসিয়া।

গ্রুপ ‘সি’তে প্রতিদ্বন্দ্বিতায় থাকা আইভরি কোস্টকে সহজেই হারায় মরক্কো। শনিবার রাতের ম্যাচে দলটির হয়ে গোল করেন ডিফেন্ডার নাবিল দিরার ও মেদহি বেনাতিয়া।

অপর ম্যাচে গ্রুপ ‘এ’তে লিবিয়ার বিপক্ষে ড্র করলেই বিশ্বকাপের টিকিট এমন সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল তিউনিসিয়া। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়েই ম্যাচ শেষ হয় এই দুই দলের। ফলে আরেক ম্যাচে কঙ্গো ৩-১ গোলে গিনির বিপক্ষে জিতলেও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় কঙ্গোকে।ভাগ্য সহায় থাকায় ড্রয়েও বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে তিউনিসিয়া। এ নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপের মূলপর্বে খেলতে যাচ্ছে আফ্রিকার দেশটি।

Be the first to comment on "বিশ্বকাপ নিশ্চিত মরক্কো-তিউনিসিয়ার"

Leave a comment

Your email address will not be published.




eight − four =