গণভোগান্তি সৃষ্টি করলেই ব্যবস্থা : বিএনপিকে পুলিশ

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : সমাবেশের কারণে গণভোগান্তি হলে ব্যবস্থা নেওয়া হবে বলে বিএনপির নেতা-কর্মীদের হুঁশিয়ার করেছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

রবিবার সকালে বিএনপির সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনের পর সাংবাদিকের প্রশ্নের জবাবে বিএনপিকে উদ্দেশ করে এই হুঁশিয়ারি দেন তিনি।

২৩টি শর্তে বিএনপিকে এই সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ। দুপুর ২টার এই সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য রাখার কথা রয়েছে।

আছাদুজ্জামান মিয়া বলেন, “এখানে যাতে বিশৃঙ্খলা না হয়, জনদুর্ভোগ না হয়, যানজটের সৃষ্টি না হয়, কোনো ধরনের নাশকতা-ধ্বংসযজ্ঞ না হয়। সেই শর্তগুলো দেওয়া হয়েছে।

“আমরা আশা করছি, গণতান্ত্রিক রীতিনীতি মেনে বিএনপি এই সমাবেশ করবে। পুলিশের পক্ষ থেকে এই সমাবেশে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।”

কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে কী ব্যবস্থা নেওয়া হবে- জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, “আমরা প্রত্যাশা করছি, সুশৃঙ্খলভাবে তারা (বিএনপি) সমাবেশ করবে। কোনোভাবে জনভোগান্তি সৃষ্টি করবে না।

“এরপরও যদি কেউ জন ভোগান্তি সৃষ্টি করে, অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কারণ দেশে কেউ আইনের উর্ধ্বে নয়।”

সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের চারিদিকে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি রয়েছে।
কতজন পুলিশ সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে নিরাপত্তায় আছে- জানতে চাইলে শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন্স) আবুল কালাম আজাদ বলেন, “চার প্লাটুনের বেশি পুলিশ রয়েছে।”

শাহবাগ মোড়ে পুলিশের একটি জলকামান ও একটি আর্মর্ড ফোর্স ক্যারিয়ার (এপিসি) এবং মৎস্য ভবনের সামনে একটি জলকামান দেখা যায়।

সকাল ১০টা থেকে মৎস্য ভবনের সামনে বিএনপির নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে নেতা-কর্মীদের ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

Be the first to comment on "গণভোগান্তি সৃষ্টি করলেই ব্যবস্থা : বিএনপিকে পুলিশ"

Leave a comment

Your email address will not be published.




two × 4 =