কোস্টারিকাকে উড়িয়ে দিল স্পেন

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : আগামী বছর রাশিয়াতে শুরু হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় কর্মযজ্ঞ বিশ্বকাপ। মর্যাদার ওই আসর শুরুর আগেই নিজেদের ঝালিয়ে নিচ্ছে বড় দলগুলো। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এবার কোস্টারিকাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন।

গতকাল রাতে এস্তাদিও লা রোসালেডাতে মুখোমুখি হয় কোস্টারিকা ও স্পেন। স্পেনের হয়ে ওই ম্যাচে জোড়া গোল করেন ডেভিড সিলভা। একটি করে গোল করেন জর্দি আলবা, আলভারো মোরাতা ও আন্দ্রেস ইনিয়েস্তা।

ম্যাচ শুরুর ৬ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন আলবা। আর ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোরাতা। চেলসির এ স্ট্রাইকার জাতীয় দলের হয়ে শেষ চার ম্যাচের সবকটিতেই গোল (৫টি) করেছেন।

বিশ্রাম শেষে ম্যাচের ৫১ ও ৫৫ মিনেট দুই গোল করে দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন ম্যানচেস্টার সিটির তারকা ডেভিড সিলভা। স্পেনের হয়ে এই গোলে দেশটির চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হলেন সিলভা। বর্তমানে তার গোল সংখ্যা ৩৫। ৫৯ গোল করে শীর্ষে আছেন ডেভিড ভিয়া। লা রোজাদের হয়ে ম্যাচের ৭৩ মিনিটে শেষ গোলটি করেন বার্সেলোনার মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। শেষপর্যন্ত ৫-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন।

Be the first to comment on "কোস্টারিকাকে উড়িয়ে দিল স্পেন"

Leave a comment

Your email address will not be published.




12 − five =