নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জে পৃথক দুই জায়গা থেকে অজ্ঞাত দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শনিবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ। শার্ট-প্যান্ট পরিহিত নিহত যুবকের পা ভাঙা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে থানার ওসি গোলাম মোর্শেদ তালুকদার।
এদেকি মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জয়নাল আবেদীন জানান, শনিবার বেলা ১১টার দিকে নয়াগাঁও এলাকাস্থ শহররক্ষা বাঁধ সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ।
Be the first to comment on "মুন্সীগঞ্জে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার"