হাথুরুসিংহের পদত্যাগপত্র নিয়ে পাপনের বক্তব্য

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : পদত্যাগপত্র দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে- এমন গুঞ্জন আজ দুপুরেই ছড়িয়ে পড়েছিল। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের পরই চিঠি পাঠিয়ে নিজের সিদ্ধান্ত জানান হাথুরুসিংহে।

এর আগে গত বছরের অক্টোবরেও পদত্যাগপত্র দিয়েছিলেন হাথুরুসিংহে। সেবার পদত্যাগ করার কারণ জানিয়েছিলেন তিনি। কিন্তু এবার কোনো কারণ জানাননি কোচ। তাতেই বিস্মিত বিসিবি প্রধান।

আজ সন্ধ্যায় সংবাদ সম্মেলনে হাথুরুসিংহের পদত্যাগপত্র নিয়ে নাজমুল হাসান বলেন, ‘হাথুরুসিংহে পদত্যাগের একটি চিঠি দিয়েছে। এটা দেখে অবশ্য কিছু বোঝা যাচ্ছে না। এর আগেও পদত্যাগপত্র দিয়ে বলেছিল,  “একটা ভালো অফার এসেছে।“ কিন্তু আমরা তাকে যেতে মানা করেছি। সেটা ভিন্ন ইস্যু। এবারেরটা কারণ ছাড়া। আমাদের চিন্তা ছিল সিরিজ শেষ হলে এটা নিয়ে কথা বলব। সিরিজের পর যোগাযোগ করা হয়েছে। সে বলেছে ১৫ তারিখের পর আসবে। এখন যোগাযোগ করা হচ্ছে, কিন্তু ওর সাথে কথা বলা যাচ্ছে না।’

হাথুরুসিংহের সঙ্গে বোর্ড সভাপতির কোনো কথা হয়নি। ব্যক্তিগত কোনো যোগাযোগও হয়নি। তাই হাথুরুসিংহের পদত্যাগের বিষয়টি তার কাছে অজানা। তবে বোর্ড সভাপতি কিছু একটা আঁচ করতে পারছেন। স্পষ্ট করে বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় কিছু একটা হয়েছে। যেটা হাথুরুসিংহকে কষ্ট দিচ্ছে। ও পেশাদার মানুষ। কী এমন ঘটনা ঘটল যে, ও একটা চিঠি দিয়ে অস্ট্রেলিয়ায় চুপচাপ করে বসে আছে। কিছু হলে হাথুরুসিংহে আমাকে অন্তত জানায়। এই সিরিজে আমার সঙ্গে একবারও যোগাযোগ করেনি। এটা অস্বাভাবিক। কারণটা আবেগী হতে পারে, আবার পারিবারিকও হতে পারে।’

বোর্ড হাথুরুসিংহেকে থেকে যাওয়ার অনুরোধ করবে কি না, এমন প্রশ্নে নাজমুল হাসানের জবাব, ‘কেউ যদি থাকতে না চায়, তাহলে কি তাকে জোর করে রেখে দিব? আমি তো কাউকে জোর করার কোনো কারণই দেখি না।’

তবে আশার কথাও শোনালেন বিসিবি প্রধান, ‘যদি জানতে পারি সমস্যাটা কী এবং সমস্যার সমাধান যদি কারতে পারি, তাহলে অবশ্যই ওকে আমরা রেখে দিব। ও থাকলে কিছুদিন আমাদের আরো ভালো হতো।’

তিন বছর আগে বাংলাদেশ দলের কোচ হয়ে এসেছিলেন হাথুরুসিংহে। তার অধীনে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ সাফল্য পেয়েছে বাংলাদেশ। বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশকে একাধিক সাফল্য এনে দিলেও বেশ কিছু বিতর্কেরও জন্ম দিয়েছেন হাথুরুসিংহে। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত হাথুরুসিংহের সঙ্গে চুক্তি রয়েছে বিসিবির। একমাস আগে নোটিশ দিয়ে যেকোনো সময়ই চুক্তি ভাঙতে পারবে দুই পক্ষ।

দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করে হাথুরুসিংহে দলের সঙ্গে বাংলাদেশে আসেননি। দল যখন দক্ষিণ আফ্রিকা যায়, তখনও তিনি ছিলেন অস্ট্রেলিয়ায়। মূলত জাতীয় দলের খেলা না থাকলেও কোচ বেশিরভাগ সময় ছুটিতেই থাকেন। ঘরোয়া ক্রিকেট দেখার পক্ষপাতিও ছিলেন না, কখনো আগ্রহও দেখাননি। দক্ষিণ আফ্রিকায় দল ব্যর্থ হওয়ার পর বিসিবি তার সঙ্গে যোগাযোগ করেছিল একাধিকবার। কিন্তু বিসিবির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছেন হাথুরুসিংহে।

Be the first to comment on "হাথুরুসিংহের পদত্যাগপত্র নিয়ে পাপনের বক্তব্য"

Leave a comment

Your email address will not be published.




15 + 17 =