কুষ্টিয়ায় আ. লীগ নেতার কারাদন্ড

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : কুষ্টিয়ায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা চলাকালে জোরপূর্বক কেন্দ্রে প্রবেশের অপরাধে আওয়ামী লীগ এক নেতাকে ১০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত ওই নেতার নাম রুহুল আলম বিশ্বাস। আজ বৃহস্পতিবার সকালে মিরপুর উপজেলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়। রুহুল আলম বিশ্বাস উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর রুহুলের নেতৃত্বে কয়েকজন কেন্দ্রে ঢোকার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে হট্টগোলের সৃষ্টি হয়। পরে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহমেদ তাকে ১০ দিনের কারাদন্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরীক্ষা কেন্দ্রে গোলযোগ সৃষ্টির অপরাধে ‘পাবলিক পরীক্ষাসমূহ আইন ১৯৮০’ ধারায় রুহুল আলমকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

Be the first to comment on "কুষ্টিয়ায় আ. লীগ নেতার কারাদন্ড"

Leave a comment

Your email address will not be published.




12 − 4 =