নিউজ ডেস্ক : সারাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফরমের দাম বাড়ানো হচ্ছে। পূর্ব নির্ধারিত ২০০ টাকা ফরমের দাম ৫০ টাকা বাড়িয়ে ২৫০ টাকা করা হচ্ছে। আগামী ১২ নভেম্বর (রোববার) শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব সালমা জাহান জাগো নিউজকে জানান, সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের অনুরোধের ভিত্তিতে ভর্তি ফরমের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরও বলেন, পূর্বের ভর্তি ফরমের দাম ২০০ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ২৫০ টাকা করা হচ্ছে। তবে ভর্তি ফি বাড়াবে না।
Be the first to comment on "বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফরমের দাম বাড়ছে"