নিউজ ডেস্ক : জাতীয় অন্ধ সংস্থার দৃষ্টি প্রতিবন্ধী ইন্দ্রিস আলী হত্যা মামলায় দুই দৃষ্টি প্রতিবন্ধী চুন্নু সরদার ও নাসিমা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-৩ এর বিচারক সাঈদ আহম্মেদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি আসামিদের দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত।
মামলার আরেক আসামি দৃষ্টি প্রতিবন্ধী রনি তালুকদারকে ৭ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন ট্রাইব্যুনাল। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই দৃষ্টি প্রতিবন্ধী আইয়ুব আলী ও মিনহাজকে খালাস প্রদান করেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের পেশকার সেলিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় অভিযোগ থেকে জানা গেছে, ২০১১ সালের ৬ জুলাই অন্ধ সংস্থার জমি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দৃষ্টি প্রতিবন্ধী ইদ্রিস আলীকে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় ইদ্রিস আলীর মেয়ে বিলকিস বেগম রাজধানীর চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলায় বিভিন্ন সময়ে ১৭ জন সাক্ষ্য প্রদান করেন।
Be the first to comment on "দৃষ্টি প্রতিবন্ধী হত্যায় দুই দৃষ্টি প্রতিবন্ধীর সাজা"